স্ত্রী ফাতেমা আক্তারকে হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ ২৪ বছর কারাগারে ছিলেন জাহাঙ্গীর আলম। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। এখন নতুনভাবে জীবন শুরু করতে চান। তার চাওয়াকে সম্মান জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের ব্যবহারে মুগ্ধ হয়ে প্রশাসনের সহায়তায় কর্মসংস্থানের জন্য একটি টেলিকম অ্যান্ড ফটোশপের দোকান করে দিয়েছেন তারা।
বুধবার (২২ মার্চ) বিকালে জাহাঙ্গীর আলমের হাতে দোকানটি তুলে দেওয়া হয়। ‘বিছমিল্লাহ টেলিকম অ্যান্ড ফটোশপ‘ নামে দোকানটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। সমাজসেবা অধিদফতরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আওতায় জাহাঙ্গীর আলমকে দোকানটি করে দেয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে কারাগারে তাকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস